প্রবন্ধ – জিবন অপচয়ের ‍দুঃসাহস

লেখক – লাবিব মাহফুজ চিশতী

চাই পথের ধারের পান্থশালা, ভর পেয়ালা, শারাব -সাকী
চাই না যেতে মন্দির মসজিদ, লোভের বুলি! প্রেমের ফাঁকি!
বে-দীল প্রিয়ার পরশ তরে, বেহেশত-দোযখ পায়ে ঠেলি
জনমভরা নয়নধারা-য়, লই যে দীলের দেউল তুলি!
আমি এক চুমুকের নেশায় কাটাই, হাজার জনম – পলক আঁখি!

আমি পাপী, পথহীন, প্রভুর দ্বারের অকৃতজ্ঞ এক কুকুর। আত্ম – অনুশোচনার প্রাবল্যে মাঝে মাঝে ঘেউ ঘেউ করে উঠি। সেই বিকট আর্তচিৎকার যদি কারো বিরক্তির উদ্রেক করে, আমাকে ক্ষমা করবেন।

আমার সকল অজ্ঞতার জন্য আমি নিজেই দায়ী। জিবনকে অপচয় করার দুঃসাহস দেখিয়েছি। আগামী পথটুকু হামাগুড়ি দিয়ে হলেও চলতে চাই। আপনাদের ভালোবাসা আমার পাথেয়।

আশীর্বাদ করবেন, বিরহ-কাতর হৃদয়, অশ্রুসিক্ত চক্ষু আর যন্ত্রণাদগ্ধ দেহভূমি যেন প্রভুগুরুর চরণতলে নিয়ত বিছিয়ে রাখতে পারি।

জয়গুরু।

রচনাকাল – 22/04/2023
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর