লাবিব মাহফুজ
সাদা মেঘের ভেলায় চড়ে
ভাসে যে দূর অনন্তে –
সূদুরের ঐ রিক্ত কালো
ফেলবে কি দাগ নয়ন পাতে?
সুন্দরেরই তৃষা যার
আপন বক্ষে দীপ্তিমান,
জড়া ব্যাধি ভয় অসুন্দর
পারবে কি আর করতে হীন?
দূর সূদুরের হাতছানি যার
ভাসে নয়ন তারায় তারায়,
গৃহকোণের ভয় মাদূলী
বাধতে কি আর পারবে তায়?
যার প্রানে মহান সুধার ধারা
ভরা সঞ্জীবনের পিয়ালা,
তার জিবন তটে তুমুল জোয়ার
শক্তি মদে উতলা।
রচনাকাল – 18/04/2018