কবিতা – আলো অভিসার

লাবিব মাহফুজ

সমাগত সে মহেন্দ্রক্ষণ
যবে আসিবে আলোক, ফুটিবে প্রাণ
স্বর্গের থরে থরে সাজানো ভালোবাসা
বৃষ্টি হয়ে ঝড়বে, মানব বসন্তে অনুক্ষণ।

নিরন্তর সে আশীষ সুধা
আপন স্বরূপে দূরীবে সকল – অন্যায় ক্ষুধা
প্রতিটি মনে, প্রতিটি প্রাণে, ধ্যানে, জাগরণে, অনুভবে
সুদীপ্ত বলয়, রাঙিবে আলোকে, বাসনায় সর্বদা।

হাসিবে সে অনন্ত সুন্দর, প্রেমিক হৃদয় মাঝে
বসিবে তথায়, যেথা প্রেমময়, অনিন্দ্য আসন বিরাজে।
সেই আঁখি সুধা পিয়া, শ্রী রূপ হেরিয়া
অঞ্জলীতে আপনাকে তুলে, দাও তার প্রেম কুঞ্জে।

আজ আলোকের অভিসার মুক্ত এ প্রাণে
মুক্তির বারতা দুয়ারে তব, মনে প্রাণে ধ্যানে
সুন্দর! সে চরণের, নূপুর মালিকা গাঁথো আজ
তব অশ্রু নয়ন, পরান বাঁধো, ও মহানের চরণে।

রচনাকাল – 24/04/2018

আপন খবর