আপন ফাউন্ডেশন

সংগীত – আদমও সুরতে এবার

Date:

Share post:

লাবিব মাহফুজ

আদমও সুরতে এবার, সেজদা করো মন
নিরাকার সাঁই আদম রূপে
আকার ধরে চেহেলতন।

পাঁচ আটা চল্লিশের ঘরে
পনেরো নুক্তা তার ভেতরে
পাঁচে সাতে বারো কারে
হল আদমের গঠন।

তিরিশ পারা দেহের মাঝে
সাতে তিনে দশ বিরাজে
নব-দ্বারে পঁচিশ সাজে
পাঁচে চাইরে আলাপন।

ছিল অখন্ড শক্তি মুখফিধারে
এল আদম অজুদ ঘরে
লাবিব কয় সেতারা নূরে
পাবিরে অমূল্যধন।

রচনাকাল – ০৯|০৫|২০২৪

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles