সংগীত – ভবে শুদ্ধ যেজন তাঁর চরণে

লাবিব মাহফুজ

ভবে শুদ্ধ যেজন তাঁর চরণে
নিত্য বহে শ্রী বৃন্দাবন,
ঐ চরণের সাধন করিয়া
মুক্ত দেশে যাওরে মন।

শুদ্ধজনার এমনি ধারা, সে আসমানী রূপ মনোহরা
ঐ রূপ নিহারে থাকলে ভক্তের, মিটবে মনের আকিঞ্চন।

শুদ্ধ প্রেমের রসিক জনা, সে ভাঙ্গাগড়ার ধার ধারেনা
সরল বিশ্বাস ভক্তিজোড়ে, বিলাইতেছে প্রেমও ধন।

অধম লাবিবের হয় কপাল পুড়া, সাধন মার্গে ভক্তিছাড়া
ঐ চরণ নিষ্ঠা করে যেনো, স্বরণে রই সর্বক্ষণ।

রচনাকাল – 23/09/2020

আপন খবর