আপন ফাউন্ডেশন

কবিতা – ভগবানের খোঁজ

Date:

Share post:

লাবিব মাহফুজ

খুঁজিতেছো তুমি ঈশ্বরে কে গো, এ বিশ্ব ভূবনে
প্রতি অনু পরমানু, দৃশ্যে, অদৃশ্যে, আসমান জমিনে?
পাইয়াছো কি তারে? খুঁজে রাত্রদিন, পাও নাই কভূ জানি
শুধু ঘুরে পথে পথে, শ্রান্ত হয়েছো, অজানার ঘানি টানি।

ভগবান সেতো অনাদীর আদি, সে প্রাণের বাসরে রয়
প্রতি প্রেমিক প্রাণে বাস করে সে, হৃদয় পদ্মে সর্বদায়।
সে জাগ্রত রয় আশেকের দীলে, মাশুকের রূপ ধরে
চাও যদি তারে, সে তব অন্তরে, বিকশিবে আপনারে।

তব হৃদয়ে তাহার আরশ আসন, গড়িয়াছে তিনি নিজে,
ত্যাজিয়া তাহারে হৃদয়ে একা, ফিরিতেছো জগৎ খুঁজে?
ঈশ্বর সেতো প্রাণেশ্বর তোমার, রাখিয়া তাহারে প্রাণে
কালঘুমে তুমি কাটাইছো দিন, আছো অন্ধ অচেতনে?

চাও যদি তারে, গঠন করিও, প্রেম দিয়ে তব মন
হৃদয়ে তোমার জ্বালাইয়া প্রদীপ, সাজাইও তাঁর সিংহাসন।
আত্মজ্ঞানে তারে খুঁজিও সদা, আপন আত্মাতে তব
তোমার আপনাতেই প্রকাশ তাহার, তাহার সকল বিভব।

আপনারে করে পবিত্র অতি, তাকাইও আপন পানে
আপনাতে তোমার ফুটিবে জ্যোতি, তোমার মানস গগনে।
নিজেরে বিলাও প্রেমেতে তাহার, পাইতে সে ভগবান
শুদ্ধ চিত্তে ডাকিও তাহারে, সে আসিবেই, করিবে তোমায় ত্রাণ।

রচনাকাল – 17/01/2019

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles