লাবিব মাহফুজ
ভেতরেতে দেখি তোমায় তাই
বাহিরেও বারে বারে আঁকি,
নিশিদিন এ প্রাণে প্রকাশিত তুমি
প্রাণের বাহিরেও তাই তোমাকেই রাখি।
নয়নও মুদিয়া মোর আপন স্বলোক
উদ্ভাসিত হয় এ নয়নে,
দৃষ্টিপথে চাই ও রূপও অবিরল
থাকুক সদায় মোর সকল স্বরণে।
সাজাই তোমারে আমার মনের মতো
আমার আদলে আমি তোমায় দেখি,
আমি আমার সকল আমাকে দিয়ে
আমার ভূবনে আমি তোমাকে রাখি।
জানি তুমি কেউ নও
অন্তহীন সে আমিত্ব মাঝে আমার আমি,
আমার আমিকে আজো আমার করে
পাইনি তাই তুমি আমার স্বামী।
আমার আমি যেদিন আমিহীন হয়ে
আপন স্বরূপে প্রকাশিবে,
সেদিন তুমি সৃষ্টি আমার
আমাতেই ডুবে রবে।
রচনাকাল – 17/08/2018