সংগীত – বিষমও পিরিতে আমার

লাবিব মাহফুজ

বিষমও পিরিতে আমার অঙ্গ জড়জড়
প্রাণে যে আর সহেনা, ও সখীরে
প্রাণে যে আর সহেনা।

একি নিদারুনও জ্বালা সখি, তোর পিরিতি বানে
আমি কইতে নারি মুখে শুধু জ্বলি রাত্র দিনে।
এ অনলও কেমনে নিভাই গো সখি
আমায় বলে দেনা।

ও সে প্রেমোনিধি রূপে গুণে মিলাইয়া বাজার
আকুলও করিল আমার বিরহী অন্তর।
ঝাপ দিয়া ঐ রূপ অনলে সখি
আমার হইল কি যাতনা।

ঐ রূপ হেরিয়া দিলাম আমি আমার মনও প্রাণ
ঐ চরণে সঁপিলাম আমার জাতি কূলও মান।
তোমার প্রেম ভিখারী লাবিবেরে
আর কাঁদাইও না।

রচনাকাল – 20/02/2021

আপন খবর