লাবিব মাহফুজ
ফিরে যাওয়ার তিয়াস জাগে বন্দী হিয়ার মাঝে
আজ মনে হয় কত জনম মোর বাঁধা এ আধার সাঝে।
আজ হেরি নয়নে আমার প্রাণ যেন আবদ্ধ কার আঙ্গিনায়
আমি ফুল হয়ে কার বাতায়নে আজ ভুলেছি আপনায়।
কার তরে মোর প্রেমাঞ্জলী বয়ে যায় ক্ষনে ক্ষনে
কোন প্রেমে মোর হৃদয় অনুরাগ ক্ষয়ে যায় নির্জনে।
আজ পড়িতেছে মনে এ আমি নয় আমার সে অনন্ত আমি
আমি আজ ভবে আমিহীন হয়ে চলেছি অসার প্রণামী।
আজ দেখিলাম আমার প্রাণেই অনন্ত অসীম করে খেলা
অবহেলে সে ধন কোন দুরূহ বাসনায় হয়েছি মৃত্যুর চেলা।
আজ অনন্ত আমির সুবাস ছোঁয়া পেল যবে মোর প্রাণ
অমনি আমার খুলিল নয়ন, ঘুচিল সকল ব্যবধান।
বদ্ধ আঁখির আধার মায়ায় আপন কানন ত্যাজি
কত বিরহের অশ্রু শোক না জানি জমা হয়ে রয় আজি।
কত বেদনা কত হৃদি ঝড় তুফান তুলে যায় প্রাণে
আজ জাগে শোচনা জাগে কামনা সে সুর সাধিতে ধ্যানে।
আমারি প্রাণে আমি যখন মূর্ত হয়ে দিল ধরা
আমার সকল প্রতীক্ষা পেল ধ্যানের মোহনচূড়া।
আজ আমি পূর্ণতায় আমি লয়ে বুকেতে আমারি প্রাণের ধন
আমি অসীম, চির নিত্য সাথী, চির নিত্য আমার প্রাণ।
অবহেলে যারে রেখেছি দূরে সে প্রেম যবে হলো আমার
প্রেমিক আমি, হৃদয় আঙ্গিনায়, আজ প্রেমের পারাবার।
হে জগতের যত প্রেমিক আজি শোন এ প্রাণের অভিপ্রায়
নিত্য সত্ত্বা প্রাপ্ত হতে চলো ত্বরায়, অনন্ত প্রেমের পূর্নতায়।
রচনাকাল – 01/10/2018