লাবিব মাহফুজ
বড় অযতনে ডুবছে আমার সাধের দেহ তরী
তবু তুমি না আসিলে, হে ভব কান্ডারী।
শাস্ত্রে আমি শুনেছি তুমি পতিতও পাবন
ভক্ত জনায় করো উদ্ধার দিয়া শ্রী চরণ।
আমি কি নই তোমার দয়াল, কেন রহিলা ছাড়ি।
কতজনায় পার করিলে শ্রীরূপ শোভা নায়
আমার বেলায় কঠোর কেনো, হইলে নিদয়।
না পেলে তোমার করুণা, কেমনে দিবো পাড়ি।
ক্ষমা দয়া গুণ তোমারী, রহিম রহমান
সে ভরসায় পারঘাটাতে কান্দে আমার প্রাণ।
অধীন লাবিব আছে দিন রজনী, চরণ সহায় করি।
রচনাকাল – 12/12/2020