লাবিব মাহফুজ
হে যুগস্রষ্টা, তুমি মনোনীত বিধাতার
হে ত্রিকাল-দ্রষ্টা! তুমি প্রেরিত অবতার।
হে মহান তুমি কান্ডারী এ ভব সংসারে
আনিলে কাওসার-সুধা বিলাইতে তৃষাতুরে।
হে অনন্ত সুরধ্যানী তুমি সুরের কুমার
সুরবানে বিতারিলে যত দানব অসুর।
হে প্রেমিক তুমি প্রেমের অমৃত করে দান
বাচাইলে মরণ পথের পথিক সবার প্রাণ।
হে মহান আজ নিখিল ধরার ব্যাকুল প্রাণের চাওয়া
পাইতে তোমায় আপনার করে হইতে চরণ ছায়া।
দুর পরবাসে কারারুদ্ধ যত ব্যাথিত লাঞ্ছিত মন
আজ অশ্রু মাতম চিৎকার শোনো, বঞ্চিতের ক্রন্দন।
তুমি পতিত পাবন সহায় শরণ এ দুর অভাগায়
মরম বেদনা উপশম মোর, আসো হৃদয় দরজায়।
আসো এ প্রাণে, আসো নয়ন ধ্যানে, আসো অন্তর সজ্জায়
এসে প্রভু হৃদ কুটিরে, তোমার করে নাও আমায়।
রচনাকাল – 01/10/2018