অনুকাব্য – শাশ্বত চল্লিশ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
নতুন প্রাণের নতুন দিশা
নতুন প্রাণে লও বরে,
নব নির্মাণ জাগাও মনে
নতুন আলোয় প্রাণ ভরে।

2.
বিশ্ব জাহান নিখিল ধরা
গাইছে একই আদী তান,
তামাম জগৎ সৃষ্টি সকল
মানব মাঝেই বহমান।

3.
শাশ্বত সে জিবন বিধান
চল্লিশ ধারায় পূর্ণতায়,
শাশ্বত চল্লিশের মাঝে
জিবন স্বর্গ পানে ধায়।

4.
আদি অন্ত নিখিল ব্যাপী
এক মোহাম্মদ বিরাজিত,
স্থুল সুক্ষ সর্বঘটে
সে রূপ সদায় প্রকাশিত।

5.
শাশ্বত চল্লিশ মোকামে
কোরান প্রাপ্তি হয় নবীর,
আদি অন্তের নিখিল বাণী
নবী বাক্যে হয় প্রচার।

6.
চল্লিশেরই মহান বিধান
সর্বঘটে বিরাজমান,
এ সুর সুধায় নিলিক ব্যাপী
ঐশী সত্ত্বা হয় মূর্তমান।

7.
একই প্রাণের একই জীবন ধারায়
জিবন্ত বিরাজিত মানব সকল,
আমারি সে পূর্ণরূপ, অনন্ত মানবে
আমার সুবাসে জগত মানব ব্যাকূল।

8.
স্বর্গীয় সুর আনো ধরার ধূলায়
পূণ্যময় সর্বস্বার্থ প্রতিষ্ঠিত হোক,
মানব অভেদ নীতির মহৎ একত্বে
ধরার কলুষ সকল ধূয়ে মুছে যাক।

9.
প্রভুর স্বভাব সুন্দর তরে
আপন স্বভাব টুকু দাও বিলাইয়া,
অনন্ত সৌন্দয্য মাঝে হারাও নিজেকে
পতঙ্গ প্রদীপে যেমন মরে পুড়িয়া।

10.
ইচ্ছা যখন জাগে মনে
করবো উজল আপন ভূবন,
আপন নূরের রৌশন ধারায়
হইল জগৎ দীপ্তিমান।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর