সংগীত – ভালোবেসে নয়নবীণায়

লাবিব মাহফুজ

ভালোবেসে নয়নবীণায় ভরালে মোর হৃদয় খানি
আপন হারা করলে মোরে, সুর ছন্দ সুধা আনি।

সাকী মোর কানে কানে, বলল এসে ফুলবনে
আনবে প্রিয়া হৃদ অঙ্গনে, শারাব সুধার পেয়ালা খানি!
আঁখিতে প্রেম গোলাপ ফোটা, করবে তোমার হুশের হানি।

সহসা মাতাল খানা, হল এ দীল দিওয়ানা
বেহুঁশের নাম না জানা, হারা হুশ হলো জানি!
এ বুকে হৃদ মন্দিরে, বাজলো তব প্রেমের বাণী।

রচনাকাল – 29/04/2019

আপন খবর