লাবিব মাহফুজ
যারে ভেবে ভেবে দিন কাটে মোর
লুকায় সেজন কত দূরে
আর কি সেরূপ দেখবোনা সই
ওরে আমি আর কি সে রূপ দেখবোনা সই
নয়ন কাঁদে তাহার তরে গো।
সে যে ধরা দিয়া হৃদয়ে মোর
লুকায় বিজন বনে –
আমি কেঁদে মরি বংশীধারী
খুঁজে মরি প্রাণে।
ওরে কত পাষাণ বন্ধুয়ার মন
লুকাইয়া খেলা করে।
যেদিন কালো অঙ্গ মন মাতঙ্গ
আমায় ডাকল নিশিকালে
আমি নয়ন মেলে হেরি সেরূপ
মরলাম চরণ তলে।
এখন সে নিদারুণ হইয়া পাষাণ
আমায় বিরহ বাণেতে মারে।
নির্দয় বন্ধু আসেনা মোর
তমাল যূথীর বনে
আমার শুন্য বাসর পোহায় নিশি
প্রাণবন্ধু বিহনে।
আমার কাটেনা দিন, নিশিথ শয়ন
দয়াল কৃপা করো লাবিবেরে।
রচনাকাল – 28-12-2023