আপন ফাউন্ডেশন

১২ – যেই কাবাতে রবের দেখা

Date:

Share post:

উজ্জল শাহ

যেই কাবাতে রবের দেখা , আযান হয় তার কোন ঘাটে
কাবার মালিক আর মোয়াজ্জিন, প্রকাশ হয় কোন রূপেতে।

কাবার ঘর কোন রূপের অধীন, কোন জনা তার হয় মোয়াজ্জিন
থাকি যদি পরিচয় হীন, কার ডাকে যাই কোন পথে?
কার বা সে ঘর কোন বা পথে, পড়তে নামাজ আমায় ডাকে
ভক্তি না হলে সাক্ষাতে, মন থাকেনা প্রেম পথে।

বলো আমায় কাবার গঠন, কোথায় সে অমূল্য রতন
ভক্তি দেবো দেখে চরণ, কোন পথে তার কাছে যাই?
পথে যেতে অন্ধকারে, আলোর মশাল রয় কোন ঘরে কোন কান্ডারি নির্দেশ করে, চলে নৌকা প্রেম পথে।

ইমাম হয় কোনজনা কাবার, কোনজন দেয় নামাজীর স্বাকার
বুঝিতে আজ এই সমাচার, আবেদন তোর দরবারে।
উজ্জ্বল বলে কাতর স্বরে, দরদী মা বাচাতন রে
জ্ঞান পিপাসায় ধরছে মোরে, বলতে ডড়াই মুখ ফুটে।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles