সংগীত – মোহন বাঁশি বাজেরে যমুনারও তীরে

লাবিব মাহফুজ

মোহন বাঁশি বাজেরে, যমুনারও তীরে
হৃদয় আমার হয় উচাটন, সে বাঁশরীর সুরে।

বাজে বাঁশি বসন্ত বনে
ফাগুনেরী উষা লগনে,
আমি ঘর ছাড়ি সে সুর শুনে
আসি নদীর ধারে।

বন্ধু আমার শ্যাম কালিয়া
বাজায় বাঁশি নাম ধরিয়া রে,
আমি উন্মাদিনী রাধা হইয়া
সব সঁপিলাম তারে।

বাঁশি বাজে বিজন বনে
নিধুবনের শ্যাম কাননে,
লাবিবের প্রাণ হয় উতলা
কেমনে থাকি ঘরে।

রচনাকাল – 26/05/2019

আপন খবর