সংগীত – আজি মহানন্দে আমি ভাসি

লাবিব মাহফুজ

আজি মহানন্দে আমি ভাসি
মহা নির্বাণ তন্ত্র সুধায়,
হরষে আমার বিষাদ ধুলি
আনন্দ অশ্রু চরণে লুটায়।

তুচ্ছ সে শোক মৃত্যু মহাভয়
ক্ষুদ্র আত্মার তিমির পাপাশ্রয়
অজ্ঞান আত্মার কাল ফনি জ্বালা
সুবাস রূপে মোর পরাণ জুড়ায়।

অনির্বাণ দীপ্ত মহাপ্রাণ শিখা
মোর মরণে আঁকিছে স্বরণ ক্রান্তি রেখা
এ হর্ষ নিনাদ জিবন স্রোতের
নিখিল সৃষ্টির মহাজয়।

রচনাকাল – 26/04/2018

আপন খবর