অনুকাব্য – সত্ত্বা জুড়ে প্রেম বিরাজে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
নাইবা এলে ঘরে
হৃদয় বাসরে তুমি, জাগ্রত নিশিদিন,
নাইবা পেলাম তোমার বাহুর অন্দরে
হৃদয় মন্দিরে তুমি আছো অন্তহীন।

2.
তিয়াসা নিকুঞ্জে আজ বাঁধিয়া পরাণ
রয়েছি চাহিয়া ঐ আঁখির পানে,
এ প্রতিক্ষা মোর হৃদয় অনুরাগে
আনে নয়ন বন্ধন, তব চরণ শরণে।

3.
স্বরণও সুধা তরে বাড়াইও ক্ষুধা
জ্বালাও আশীষ বহ্নি, এ ভক্তিহীনে,
দিশাহীনের পথ হতে সরাও বাধা
জাগাও অনন্ত প্রাণ – ভীত এ পরাণে।

4.
মোর শত জনমের অপূর্ণ তিয়াসা
তোমারই পথ ধরে, ডাকিল মোরে
ঐ চরণ ছন্দে মোর জীবনও প্রদীপ
জ্বলিল আধারে আজি, প্রাণের অন্দরে।

5.
জগতের ক্লান্ত যত লাঞ্ছিত মন
অবাঞ্ছিত বোধি যন্ত্রনায়,
আসা যাওয়ার লীলা মাঝে অশনি অনল
তোমার সত্ত্বাজুড়ে বহে সর্বদাই।

6.
প্রেম পথের ঐ ভক্তিমার্গে
বয় না আপন দীল ডুবিয়ে,
দয়াল চরণ বাঞ্ছা করে
ধ্বংস মরণ চল এড়ায়ে।

7.
নফসানির ঐ জড় মোহের
আমিত্ব যার অন্ধকার,
মানুষ ধ্যানে মানুষ হলে
সে আমিত্বে নাই বিকার।

8.
যার সত্ত্বা জুড়ে প্রেম বিরাজে
দৃষ্টি মাঝে প্রেমের স্রোত,
জগত তাহার হয় বৃন্দাবন
ধরার ধূলায় বয় জান্নাত।

9.
পশুপাখি কীটও আদি
জপে সে নাম,
কূলশ্রেষ্ঠ মানুষ হয়ে
ভুলিলি সে প্রেম।

10.
শান্তি দাও অশান্ত ধরায়
খুলে দাও প্রাণের বাধন,
মুক্তি দাও এ অশনি জ্বালায়
পূর্ণ করো এ দেহ মন প্রাণ।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর