সংগীত – এথায় সব তারাদের মিলন মেলা

লাবিব মাহফুজ

এথায় সব তারাদের মিলনমেলা
কালের কক্ষপথে,
এসেছি সবাই গড়িতে নবলোক
সৃষ্টির মহারথে।

শ্যামের মিলন মন্দিরে যে প্রাণ
চাঁতক আঁখি দ্বারে দন্ডায়মান,
ব্যাকুল হিয়া গাহিতেছে গান
সিক্তকন্ঠে রিক্তহাতে!
আমরা সকলে সারথী তাহার
পথ চলিতেছি তাহার সাথে।

দূর সাগরের ঝঞ্ঝা বিষাণ
গ্রাসে না যেনো সুরের এ প্রাণ,
তাই এক কুটিরের ছায় আগমন
ভেসে আসা প্রেম স্রোতে!
মোরা এক আকাশের তলে আছি
ভালোবাসার এ সুর তীর্থে।

রচনাকাল – 03/08/2019

আপন খবর