লাবিব মাহফুজ
সাধনও আরতী পরে মোর মানসও মুরতী
করিয়াছি খাড়া মোর প্রিয় স্বরূপে
ধিয়ানে সে অপরূপ, প্রশান্ত রূপে।
চলেছি খুঁজিয়া সে অন্তহীন পথে
চির তৃষাতুর আঁখিদ্বয়ের নিভৃত অমৃতে
বাসনায় জড়ায়ে হিয়া, শ্যামলও নিকুঞ্জে
হেরিব সে প্রেমরূপ, আপনও রূপে।
চাতকও সম মোর ব্যাকুল নয়ন
যে রূপ সদা চেয়ে বুকে করিছে স্বরণ,
অনন্ত নিত্য সনাতন সত্য সে জগৎও পতি
আসো হৃদ মাঝারে মোর, পূজিত প্রিয় রূপে।
রচনাকাল – 14/03/2015