লাবিব মাহফুজ
আজ মনের বনে আকুল তানে
ডাকছে ব্যাকূল পাপিয়া,
সে সুর সোহাগে মনে জাগে
চপল আঁখির মোর প্রিয়া।
ছন্দে আনন্দে হরষে এ মনে
নূপুর জড়ায়ে ও রাঙা শ্রী চরণে
ধীর ধীর পায়ে যবে পূবালী মলয়ে
নিভৃতে এ মনে বসিলে আসিয়া।
ঐ নয়ন বান যবে এ বুকে বিধিল
জগৎ সংসার তব চরণে লুটিল
খুলিল দুয়ার হৃদয় কারাগার
তোমার চরণের ও আঘাত লাগিয়া।
রচনাকাল – 01/08/2018