দেওয়ান শাহ সাদেক আলী চিশতী নিজামী
হইলো আল্লাহর গুণে মানুষ পরিচয়
তাইতো মানুষ ভজিতে কয়,
এই মানুষে দীন-দয়াময়।
ভজনের মূল আল্লাহ রাসুল
ইহাতে নাই কাহারও ভূল,
আখিরাতে পাইবে কূল
এ কথা জানিও নিশ্চয়।
এই মানুষে আল্লাহুর শান
যে জেনেছে ধন্য জনম,
জেনে শুনে হবে চেতন
দূরে যাবে মনের ভয়।
করলে রাসূল নামে দেহ অর্পন
কেটে যাবে নিশার স্বপন,
সুবাতাসে হইলে চেতন
দেওয়ান সাদেক বলে নাই আর ভয়।