লাবিব মাহফুজ
দয়াল দয়া করে অভাগারে
দিও শ্রী রূপ দরশন,
আমি সদায় থাকি চাতক আঁখি
রূপ নিহারে ব্যাকুল মন।
তুমি যারে করো দয়া
তারে দাও শ্রী চরণ ছায়া
দয়াল আমি কি এতই অপয়া
রাখবে দূরে কোন কারন
তোমার চরণ মায়ার রশি দিয়া
বাধো আমায় ব্যাকুল হিয়া
আমায় হাতে ধরে যাও গো নিয়া
লীলাময়ের প্রেম কানন।
দয়াল অনাদী অনন্ত তুমি
তুমিই ত্রিজগতের স্বামী
তোমার দয়ার তরে কান্দি আমি
আমায় করো আশ্রয় দান
দয়াল দীন ভিখারী অভাগা আমি
চরণে রেখো দিবাযামী
ভ্রমে যেন আর না ভ্রমি
লাবিবরে করো তারণ।
রচনাকাল – 12/08/2018