লাবিব মাহফুজ
মানুষ রতন করলে যতন, তবেই মিলে নিরঞ্জন
ভক্তি ভরে সাধো তারে মন।
অনুরাগ বাঁশরী দিয়া, ডাকো তারে আকুল হইয়া গো
তারে ভালোবাসো সকল দিয়া, তবেই মিটবে আকিঞ্চন।
হৃদয় বনের বৃ্ন্দাবনে, সাধো তারে স্বরূপ সনে গো
থাকো নিরবধী রূপ ধিয়ানে, তবেই পাবে পরমধন।
গুরুরূপে পরম খোদা, আছে ভক্তিসনে দীলে বাধা
ভক্তিতে হয় তারে সাধা, লাবিব চায় সে শ্রীচরণ।
রচনাকাল – 02/06/2020