লাবিব মাহফুজ
প্রতি রাত এমনি করে
জেগে থাকে যেন প্রাণ,
প্রতি প্রহর এমনি আশায়
কেঁদে কেঁদে ফিরে যেন মন।
এ পথে আমার পথিক সকল
কুড়ায় যেন পায়ে পেষা ফুল,
সে মুকুরের গন্ধে, পরাণও আনন্দে
নবরবি নব রূপে হাসিবে রঙিন।
আমিতো ডেকে ডেকে ফিরি
প্রতি দুরন্তে, প্রতি পথে পথে
প্রতি হাতে হাতে
দিয়ে সুর বাশরী।
সে বাশরী সুরে যদি ভাঙ্গে কারো ঘুম
আঁখি মুছে করে এসে পথের মাতম,
সে দুরন্ত লাগি – নিরবধী
রচি বসে বসে গান।
হে অনন্ত প্রাণ, এ মোর আহ্বান
এসো এসো, পাইত আবার –
মুক্ত স্বাধীন, বাধা বন্ধনহীন
এক অনিন্দ্য সুখময় – শাশ্বত জিবন।
রচনাকাল – 18-05-2019