সংগীত – চির জনমের সাথী গো আমার

লাবিব মাহফুজ

চির জনমের সাথী গো আমার
যুগে যুগে থাকো পাশে
হারিয়ে যেওনা কভূ গো প্রিয়
যদিও না মরণ আসে।

শত শত জনম যদি গো প্রিয়
সুযোগ পাই ভালো বাসিবার
জানি তবু প্রিয় পাইতে তোমার
তিয়াসা মিটিবেনা আমার
ভালোবাসিবো আর ভালোবেসে যাবো
অনন্ত পূলকে ভেসে।

কাটিবে আমার সারাটি জীবন
ও রুপ পানে চেয়ে থাকিয়া
চিরকাল যেনো আসি এমনি করে গো
তোমা পানে রহিগো চাহিয়া
মরণ এলেও মোর নিভিবেনা আঁখিদীপ
জাগিবে তোমারী সকাশে।

রচনাকাল – 08/08/2018

আপন খবর