কবিতা – মানব মহান

লাবিব মাহফুজ

খোদার বাণীরে যে প্রকাশে সেই তো মানব
যার হৃদয়ে প্রকাশে সদায় খোদায়ী বিভাব।

যার মুখেতে প্রকাশে কালাম স্বয়ং খোদার
খোদার শ্রীরূপ প্রকাশে নিরন্তর প্রাণেতে তাহার।

খোদায়ী লীলার এই লীলাভূমি হয়
মানবেতে নিত্য খোদা লীলায় রত রয়।

মানব মোহনায় প্রভু সদা বিকশিত
মানবের অঙ্গে তারি অঙ্গ প্রকটিত।

মানব হৃদয় ধামে প্রভু গড়েছে আবাস
হৃদয় তীর্থে বিরাজিত তার সুমহান আরশ।

মানবের শুদ্ধ ইন্দ্রিয়ে তার সকল লীলা
সে মানবে খেলিছে নিতি, মধূর খেলা।

খোদার রূপে গুণে একাকার যে জন
ধরার তাহারই নাম মানব মহান।

এই মানবেরই চরণ তলে স্বর্গ বয়ে যায়
এই মানবের তরে সৃষ্টি ধরার সমুদয়।

ঈশ্বরত্ব এই মানব স্বভাবে সদা রয় যে জেগে
নতুন সৃষ্টি হয় ইহারই চরণের ছোয়া লেগে।

এই মানুষের হৃদি মন্দির প্রভুর পূজার তরে
সদায় গাহিছে স্তব তাহার, তাহারই প্রাণের সুরে।

রচনাকাল – 26/09/2018

আপন খবর