কবিতা – অস্পৃশ্য

লাবিব মাহফুজ

আমি তো পিছে পিছেই চলি
তোমার পদচিহ্ন ধরে!
সুরের মৃদু গুঞ্জন, অস্পষ্ট অধরে!
একটি চুম্বনতিলক! একটি সমর্পণ –
আমি তো হেটে চলি, যে পথে
চলেছ তুমি! বয়ে নিয়ে জগতের সব
ভাগ্যাহতের ক্রন্দন!

আমি দিব্যি বয়ে যাই! তোমার ছন্দে
আবদ্ধ ধুলিরাশির সাইমুম হতে –
স্নিগ্ধতায়! করুণায়! অপার আনন্দ
এ মায়ানৃত্তের আস্ফালনে!
আমি এক চুমুকের মত্ততায় –
অধরে ধরি শারাবসমুদ্র! অযথাই
প্রজ্ঞান আলো অনির্বাণ আর
মাদকতায় নিমগ্ন উন্মত্ততা –
আমায় করেছে আরো উন্নত!

জানি কেউ বুঝবে না! এ অনন্ত
এ সূর্য ধরবে না কেউ! হাতের মুঠোয়
এতো ধরবার নয়! বাঁধবার নয়!
এ যে জগতের বহু উর্দ্ধে!

রচনাকাল – 28/08/2022

আপন খবর