লাবিব মাহফুজ
ওরে আপন ঘরে নিত্য রূপে রয়েছে পাক পরোয়ার
খুঁজে দেখো নিত্যের খবর, নিত্য মাঝেই জগৎ সার।
অনাদী অনন্ত মহান, হয়না তাঁর যোগ্য আসন
মানব তন করিয়া আসন, বসিলেন সেই আসন পর।
এ জগতের ঘটে ঘটে, প্রপঞ্চফুল সদায় ফোটে
শতদল কমলের হাটে, প্রকাশিছে রুপ নিরন্তর।
নিত্যের সাধনায় যখন, খুলে যাবে মায়ার বাধন
দেখবে তখন প্রেম নূরীতন, জগৎ মাঝে সর্বধার।
পঞ্চ পর্দার মাঝে মিশে, রয়েছে সাঁই গোপন বেশে
লাবিব কয় আসে প্রকাশে, সে রূপে যে রূপ তোমার।
রচনাকাল – 11/10/2015