লাবিব মাহফুজ
প্রদীপ হাতে ফ্যানি ব্রাউন
কবির মৃত্যুশয্যার পাশে,
দু চোখে জ্বাজ্জল্যমান ধ্রুবতারা
অন্তিম আকুতি নিঃশ্বাসে।
যে কিটসের অতৃপ্ত আত্মা
প্রতি স্বপনে মোর গেয়ে যায় গান,
ফ্যানির দুচোখে বাধভাঙা লাজ
অনন্ত কালে কাঁদে আকুল ক্রন্দন।
আমিতো দেখি প্রতি নিকট নিশায়
কিটস, ফ্যানি, জাগে অতৃপ্ত প্রাণে,
সুদূরাকাশে যেন নিকট দুতারায়
তাদেরই মুরতী এই মানস গগণে।
রচনাকাল – 05/01/2018