সংগীত – প্রেম সাগরে ডুবে যেজন

লাবিব মাহফুজ

প্রেম সাগরে ডুবে যেজন, আসমান হতে আহার পায়
সে উর্ধ্বমুখী, চিত্তসুখী, প্রেমানন্দে মগ্ন রয়।

উর্ধ্বদেশে তার বিচরণ, মনে সদা প্রেম আকিঞ্চন
রূপ নিহারে সদা মগন, রয় অনন্ত পূর্ণতায়
সে আশেক হইয়া মাশুক সনে, আছে সদা লীলাময়।

ভব ক্ষুধা নাই আর তাহার, সে স্বরণ সুধার রয় অনিবার
প্রেম সুধায় ভরিয়ে অন্তর, মিলন সুখে ডুবে রয়
ডাকলে তারে ডাক শুনেনা, ডুবে আছে রূপ আত্মায়।

অধম লাবিব হইল দীনকানা, জেনেও মনের ধোঁকা যায়না
দয়াল রূপ কেনো সাধোনা, সেই তো খোদার পরিচয়
ভক্ত দীলে গুরু রূপে, রহে খোদা সর্বময়।

রচনাকাল – 19/05/2020

আপন খবর