সংগীত – ধরাতে অনন্ত রূপে প্রকাশিত

লাবিব মাহফুজ

ধরাতে অনন্ত রূপে প্রকাশিছ তুমি
আমি অন্ধ বলে, দেখিনা তোমারে হে অন্তর্যামী।

সকল সুন্দর নাম মাঝে প্রভু
তোমারই নামের মহিমা দেখি,
সকল সুন্দর রুপ মাঝে প্রভু
তোমারই রূপ হেরী জুড়ায় আঁখি।
মোর দিব্য নয়ন প্রভু, খুলে দাও যেনো
তোমারই রূপ শুধু, হেরী দিবাযামী।

আমাতে তুমিতো প্রভু সদায় থাকো
আামারি রূপে মিশায়ে তোমার শ্রীরূপ,
আমি আমাতে সদায় প্রভু পূজিবো তোমায়
আমার দেউলে জ্বেলে আরতীর ধূপ।
হে প্রভু দয়াময়, দয়া করো মোরে যেনো
সদা সর্বক্ষণে তোমায় প্রণমী।

রচনাকাল – 05/01/2021

আপন খবর