বাণী – আত্মশক্তি

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. প্রতিটি মানব হৃদয়েই প্রতি মুহুর্তে অনুরণিত হয় মহান প্রভুর ডাক। যা হৃদয়ের আকুলতার দ্বারাই শুনতে পাওয়া যায়।

2. মানবাত্মা যদি পীড়িত থাকে রিপুর তাড়নায়, তবে সে আত্মার পরম প্রাপ্তি অসম্ভব।

3. প্রেমে যার অবিশ্বাস, মনুষ্যত্বের সে অযোগ্য।

4. পশু তার পশুজন্মকে স্বার্থক করে তোলে মানুষের হাতে পূজাবেদীতে নিজেকে উৎসর্গ করে। মানুষ বারংবার নিজেকে পশুত্বে বন্দী করে পাশবিক প্রবৃত্তিতে পশুবলি দিয়ে।

5. পৃথীবির অনন্ত রহস্যের বিপুল ভান্ডার এই মানুষ।

6. দেবতাকে তোমার দেবত্ব দিয়েই কামনা করো।

7. প্রতিটি মৃত্যুই এক একটি জন্মের পূর্বপাঠ।

8. তোমার হৃদয়ের সৌন্দর্যের অনুপাতেই তুমি অবলোকন করবে বাহিরের সৌন্দর্য। অতএব, হৃদয় কে সুন্দর করো।

9. তিনিই সর্বজয়ী, যিনি সক্ষম হয়েছেন নিজেকে জয় করতে।

10. আপনার চিন্তাই আপনার অভ্যন্তরীন রূপ নির্ধারন করবে। পরিশুদ্ধ, সুন্দর এবং প্রেমপূর্ণ চিন্তা করতে শিখুন।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর