লাবিব মাহফুজ
যা পাখি যা উড়ে যা মোর
দয়াল যেথা রয়
তার চরণে পৌছাইয়া দে মোর
পূজা ভক্তিময়।
যা পাখি যা সেই সে দেশে
আমার দয়াল যেথা মধুর বেশে
সৌম্য কান্তি, নূরের জ্যোতি
আছে স্নিগ্ধ ভাবে, লীলাময় –
তাঁরে পৌঁছাবি মোর প্রাণ আরতী
ঐ রূপের ভাতি প্রাণ জুড়ায়।
অধীন লাবিবের পূজা নয়ন জলে
উপাচার হৃদয় দেউলে
চরণ ধারে বিনয় করে
পৌঁছে দে মোর, তাপিত হৃদয় –
আমার ভেজা আঁখি হইবে শীতল
ডুবে প্রভুর রূপের সুধায়।
রচনাকাল – 02/07/2020