কবিতা – প্রিয় কবি নজরুল

লাবিব মাহফুজ

সাম্যবাদী নজরুল তুমি আমার প্রিয় কবি
রিক্তের কান্না বুঝেছ বলেই, তোমায় ভালোবাসি খুবই।

তুমি এসেছিলে বলেই আমরা বাঙালী!

পরাধীনতার শেকল পরা অধীন বাংলাদেশে
ধুমকেতু সম এসেছিলে, তুমি উল্কার বেশে।

দুরন্ত লেখনী তোমার উচ্ছসিত আবেগ
তিল তিল করে গড়েছিল যেন, এই বাংলার বুক।

তিলে তিলে গড়া সেই বাংলার বুকে পা রেখে এখন কারা
তোমার আদর্শ, সাম্য, শান্তি, মাটিচাপা দিল কারা?

তাদের জন্যই একবার বলি
শুধু একবার বলি বিদ্রোহী নজরুল,
রক্তে ভরা লেখনী নিয়ে আসবে কি আবার
ধন্যিতে মানবকূল?

তোমারী আশায় আমরা যত দীন, আছি পথ পানে চেয়ে
জড়াজীর্ণ এই দুঃখীনি মাতা তোমারে বুকে পেয়ে,

আবার গর্জে উঠবে সুপ্ত শক্তি লক্ষ হুংকার ছাড়ি
অত্যাচারীর কোনো ক্ষমা নেই, নেই তার কোন পাড়ি।

বিস্ফোরিত আগ্নেয়গিরির দাপটে কাঁপবে শিয়রের হিমালয়
বিশ্বমাঝে মহান মাতা, এই বাংলাই নিশ্চয়।

রচনাকাল – 13/11/2012

আপন খবর