লাবিব মাহফুজ
এক আধার আজি ডাকিল আমায়
আর আধারের বন্দনায়,
আধারের মাঝে মোর জীবন প্রদীপ
লুকালো, অনন্ত বেদনায়।
আধারের গান, প্রাণের আরতী
হৃদয় কৈলাসে আনে আধার প্রীতি,
অন্তহীন, বিশালাকার, আধার মূরতী
আমার ব্যাপিয়া উঠে দূল্যোক সীমায়।
এ আধার মোর প্রাণের গভীরে
জাগাইলে হে মহান, আধার বাসরে
উন্মত্ত প্রাণ সে নিশার পাথারে
নিতি খুঁজে ফিরে সে, আধার জোছনায়।
রচনাকাল – 26/10/2018