লাবিব মাহফুজ
একি রূপের খেলা প্রভু
খেলিতেছে রূপ মহাজন,
আমার স্বরূপ মাঝে রূপের বাজার
আছো চিন্ময় রূপে নিরঞ্জন।
আমার ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ব্যোমে
রূপ তোমার রয় মানুষ নামে গো।
জালাইয়া রূপের প্রদীপ
দেহ মাঝেই রও গোপন।
গুরু রূপের নকঁশা আঁকো আগে
সে রূপেতেই চিন্ময় স্বরূপ নয়নে জাগে।
ভজনহীনা লাবিব কান্দে মুর্শিদ পদে সর্বক্ষণ।
রচনাকাল – 10/07/2020