সংগীত – তৃষ্ণা কভূ না মিটিবে মোর

লাবিব মাহফুজ

তৃষ্ণা কভূ না মিটিবে মোর
আমি মরুর বুকে বালির প্রাসাদ –
সাগর” বহু দূর!

আমার চোখের চাতক আকুলীনি
কেঁদে পোহায় দিনরজনী –
তুলে অস্তপাড়ে ভৈরবী তান
কেনো লুকাও গো সূদুর!

কেনো হিয়ায় হিয়ায় অভিমানী
বাঁধলে প্রাণের মুক্তি আনি –
কেনো ছিড়লে প্রিয় যত্নে গাঁথা
বনফুলের মালাখানি!

আমি চাই গো প্রিয় বাহুর বাধন
দূরের ভয়ে বুকের কাঁপন –
নিত্য আমায় রেখো বেধে
বুকের ঘরে জীবনভর!

রচনাকাল – 27/01/2021

আপন খবর