সংগীত – গাই পাঞ্জাতনের গান

লাবিব মাহফুজ

গাই পাঞ্জাতনের গান
জগতকে করে উজালা, বিলাইলো ঈমান।

দয়াল নবী নূরের খনি, হযরত আলী মাওলা যিনি
মা আমার জগতজননী, মাগো ত্বরাইও নিদান।

দুই ইমামরে স্বরণ করি, আহলে বায়াত প্রেমের ডুরী
পারঘাটাতে পারের তরী, করো সংকট ও আছান।

পাঞ্জাতনকে সঙ্গে করে, চিশতীয়ারও রশি ধরে
এশকে মাওলা দরবারে, দয়াল ভিড়াইলে শামান।

অধম লাবিব মূর্খ অতি, না জানি ভজনের রীতি
কৃপা করে দিও ভক্তি, যেন না ছাড়ি চরণ।

রচনাকাল – 17/10/2020

আপন খবর