লাবিব মাহফুজ
আল্লা নাযিল হলো এই মানুষে, পঞ্চতত্বে মিশে
সে বিশ্বরূপে রূপ মিশাইয়া, আছে মানুষ বেশে।
আগুন পানি মাটি বাতাস, নূর মিলে পঞ্চত্ব প্রকাশ
প্রপঞ্চময় খোদার আবাস, আদমতনে ছবি ভাসে।
পরমতত্ত্বের সন্ধান হইলে, এই মানুষে খোদা মিলে
লাবিব বলে ভাব সলীলে, খুঁজে দেখো হৃদাকাশে।
রচনাকাল – 18/10/2020