লাবিব মাহফুজ
আর কত মোর নয়নবারি ঝড়বে নিশিদিনে,
আমায় কবে দয়াল কৃপা করে ঠাঁই দিবে চরণে।
আমি অভাগা অভাজন অতি, গুরুপদে নাই মোর মতি
আমি কি করে পাই শুদ্ধ-ভক্তি, যাতে ত্বরিবো নিদানে।
গুরুচরণ বাঞ্ছা করে, অটল যেজন ভক্তিশিরে
সেইতো পাবে দয়ালেরে, দয়াময় নাম স্বরণে।
লাবিব কান্দে দিবারাতি, দাওহে দয়াল চরণে মতি
জাগাও প্রাণে ভাব আসক্তি, পাইতে তোমায় হৃদ কাননে।
রচনাকাল – 18/09/2019