লাবিব মাহফুজ
সুখের মরণ মরেছি আমি তোমার চরণ তলে
তুমি শুধু মুখ তুলে চাও, বলুক যে যা বলে।
অন্ধ ছিলাম জিবন পথে, তোমার আলো পেয়ে
ফুটিলো গো আধার নয়ন, দেখলাম এবার চেয়ে –
তোমার চরণ ছোয়ায় ফুটেছে গো, জিবন শতদলে।
আমি নদীর কূলে ছিলাম কভূ তৃষ্ণা মিটে নাই
এবার মিটেছে মোর প্রাণ পিপাসা তোমার পরশ পাই –
তোমার চরণ আলো জ্বেলে প্রভু, আমার আধার দীলে।
রচনাকাল – 20/09/2019