লাবিব মাহফুজ
প্রেম-শারাবের ভৃঙ্গার মাথার নিয়ে
জাহান্নামের পথে আনমনে হেটে চলে কবি!
প্রতি পদক্ষেপে সৃষ্টি করে এক একটি স্বর্গ!
এক একটি ফিরদাউস!
বিরহ-নেশার দ্রাক্ষামথিত ধারাস্রোতে
স্বর্গ খুঁজে খুঁজে পথ-প্রান্তরে ফিরে চলে কবি!
পেছন পানে ফেরা তাঁর প্রতিটি দৃষ্টিতে জন্ম নেয়
এক একটি তমিস্র-নরক বাস!
রচনাকাল – 03/12/2022