লাবিব মাহফুজ
আর যেনো কেউ না লয় কৃষ্ণনাম, সখিরে
ঐ নামে আছে দু:খের অনল, কলঙ্ক ভয় অবিরাম।
শুনগো সখি বলি তোরে, আমি কলঙ্কীনি এ সংসারে
গাই বলিয়া কৃষ্ণ গুন গান –
আমার মতো হইসনে তোরা, জনম দু:খী কপাল পুড়া
পথে পথে কান্দি ব্রজধাম।
কাল সর্পের ঐ বিষের জ্বালা, সর্বাঙ্গ মোর হইল কালা
কালো শ্যামের একি বিষম প্রাণ –
জগজ্জনে কয় বেহায়া, তবু শ্যাম না চায় ফিরিয়া
সে যে নিঠুর অতি ঘন কালো শ্যাম।
সই কৃষ্ণনাম আর নিসনা মুখে, মরবি তোরা ধুকে ধুকে
পুড়ে ছাই হইবি থাকিতে জীবন –
লাবিবের এই প্রাণ পাখি, কি দিয়ে আর বেধে রাখি
সে যে নিরবধী চাহে কৃষ্ণ প্রেম।
রচনাকাল – 20/10/2020