কবিতা – নতুন রূপ

লাবিব মাহফুজ

দিনের পরে রাত গেলো, গেলো বর্ষাকাল
এখনো তো দেখলামনা, হিজল কদম ফুল!

উঠোনের সামনের ক্ষেতে আমনের ধান
পানির ছোঁয়া না পেয়ে হয়ে গেছে ম্লান!

সারাদিন মাঠে এখন কৃষকের দল
প্রকৃতির এ কেমন বিচিত্র যে ভূল!

কৃষাণ বধূর নেই একটু অবসর
দেখলাম নাতো এখনো শিকা, নকশীর আসর!

অনেক খুঁজে দেখলাম নাতো হিজল ফুলের জুটি
বর্ষাকালে কদম হেসে হয়কি কুটি কুটি!

খাল বিলে পানি নাই, নদী যেমন তেমন
বুঝলামনা বর্ষার আবার রূপ হলো কেমন!

রচনাকাল – 13/10/2012

আপন খবর