লাবিব মাহফুজ
আমার গভীর প্রাণের সহচরী
লুকায়ে আর খেলবে কত?
এবার সামনে এসে দাঁড়াও আমার
সাঙ্গ হউক আঁধার যতো!
যে ধুলোখেলায় মোর অঙ্গ মলিন
তব পূজায়, লীলার ছলে খেলি নিশিদিন!
এবার থামাও প্রাণের তরী, তীরহীন তটে
লীলায় লীলাধারী হও প্রকটিত!
আমার অঙ্গে রাখা তব অঙ্গখানি
সুরের মায়ায় আনো বাহিরে টানি!
আমারে সাজাও তব করুণা দিয়া
যেনো রূপের পসারে রূপ রাখি নিরখিয়া!
আর না রহো আড়ালে সখা, আসো গো নয়নে
সর্ব অস্তিত্বে মোর রহো অবিরত!
রচনাকাল – 19/09/2020