লাবিব মাহফুজ
তবু একজন থাকুক!
না গাহিলেও শুনে নিবে যে
অশ্রুত মোর গান,
হাসির আড়ালে ঠিকই খুঁজে নিবে
মস্ত অভিমান!
একজন অন্তত থাকুক!
লাল চোখে চেয়ে পড়ে নিবে যে
রাত জাগা কোলাহল,
শত লুকালেও ঠিকই ধরে নিবে
নয়ন কোনার জল!
একজন রয়ে যাক!
একান্ত! প্রাণদায়িনী! বুঝে নিক!
না কওয়া কথাখানি!
রচনাকাল – 12/02/2020