লাবিব মাহফুজ
কে বাজায় গো বাঁশী এমন উদাসী সুরে,
আমি হলাম আকুলীনি, মন বসে না ঘরে।
নদীর ঘাটে বাজায় বাঁশী রাধারও নাম ধরে,
আমি সুর শুনিয়া ছুটে আসি, সকল তুচ্ছ করে।
মনমোহিনী বাঁশীরও সুর পরাণ যে মোর কাড়ে,
লোকসমাজের কলঙ্ক ভয়, ফিরাইতে না পারে।
শাশুড়ী ননদী বাদী দেখিতে না পারে,
জল আনিবার ছলে তবু, আসি নদীর তীরে।
বৃন্দাবনের পথে বাঁশি বাজে সুরে সুরে,
বিষমও পিরিতির এ বাণ, বিধিল অন্তরে।
রচনাকাল – 09/10/2020