সংগীত – নির্জনে এ প্রাণে আসিলে যখন

লাবিব মাহফুজ

নির্জনে এ প্রাণে আসিলে যখন
বসিলে হৃদয়ের ধ্যান চূড়া মাঝে,
ধ্যানের মন্দিরে ঐ চরণ অটল
সদায় মধূর তানে নূপুর বাজে।

আলোক চূড়ামনি যেথায় উছল
সেথায় তোমার ঐ চরণ যুগল।
চরণও সুধা মোহে, জগৎও ব্যাপ্ত রহে
সে সুধা বাধো মোর শিরের তাজে।

হৃদয়েতে সাধা মোর সাধনা সংগীতে
সুর হয়ে ভাসিলে সুরের স্রোতে।
যবে সাজিল কুঞ্জবন, তোমারী দরশণ
মুগ্ধ চাহনীতে সদায় বিরাজে।

রচনাকাল – 25/08/2018

আপন খবর