কবিতা – পূজাঞ্জলী

লাবিব মাহফুজ

তোমার দুয়ারে দাড়ায়েছি প্রভু
অঞ্জলী দিতে মোর প্রাণ,
ঝরা ফুল সম চরণে তোমার
জীবন আমার দিতে বলিদান।

চিত্ত আমার সমাহিত করি
প্রাণপন রাখিতে আপনারে,
দুয়ারে তোমার কাঁদিছে পথিক
বর দাও, বর দাও, অধীনেরে।

চাও ফিরে চাও মোর পানে প্রিয়
মহামৌনী ধ্যানী, নিশ্চুপ পাষান,
আমার আকুতি পুরাও প্রভু
চরনে তোমার, মোরে দাও স্থান।

আমি আমারে মেলিয়া ধরেছি
তোমার চলার পথ পরে,
যেন চরণওধুলি তব মাখিয়া গায়
এ প্রাণ তোমাময় হইতে পারে।

আমার বাসনা তোমারে পাইব
আমার ধ্যানের মন্দিরে প্রিয়,
দেবতা তুমি তব সকরুন প্রাসাদে
আমায় বরিয়া নিও।

রচনাকাল – 03/02/2017

আপন খবর